প্রিয় উক্তি......

চলে যাওয়া মানে প্রস্থান নয়..........

Monday, January 26, 2009

কমন কৌতুক: প্রিয় ফল

একখান কমন কৌতুক কই। কম বেশি সবারই জানার কথা। আমি ব্লগে জমা রাখলাম

একবার হোয়াইট হাউস থেইকা বাংলাদেশের তিন প্রাক্তন রাষ্ট্রপ্রধানকে হোয়াইট হাউসে ব্রেকফাস্টের দাওয়াত দেয়া হইলো। তবে অনুরোধ করা হইলো তারা যেন তাদের প্রিয় ফল সাথে কইরা নিয়া আসেন, ঐটা তাদের পিছন দিয়া ঢুকাইয়া দেয়া হইবো। প্রাক্তন রাষ্ট্রপ্রধানরা হইলেন শেখ মুজিব, জিয়া, এরশাদ। কিন্তু উনাদের সেক্রেটারীরা রাষ্ট্রপ্রধানদের ব্যক্তিগত রসিকতা ধইরা পেছনে ঢুকানোর লাইনটা অনুবাদ না কইরাই দিলো।
যথাসময়ে একে একে তিনজন নিজেদের প্রিয় ফল নিয়া হোয়াইট হাউসে হাজির। এবং শেষের কামটাও করা শুরু হইলো। শেখ মুজিব নিছিলো জাম, জিয়া লিচু। মুজিব ব্যাথায় কাতরাইতেছে, কিন্তু জিয়া হাসে। শেখ মুজিব কইলো “কিরে তুই হাসছ ক্যা? আমারে জাম দিছে তাই আমি কানতাছি, আর তোরে তো কাটাআলা লিচু দিছে?”
জিয়া কয় “আমি এরশাদের কথা ভাইবা হাসতেছি, হারামজাদা আইতেছে কাঠাল লইয়া।”

(বি:দ্র: এই কৌতুকটা কওয়ায় আমি বোথ ছাত্রলীগ-ছাত্রদলের বন্ধুগো কাছে গাইল খাইছি, কেন বুঝি নাই)

No comments:

Post a Comment